

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ২৩ বছর বয়সী বদর উদ্দিনকে বাংলাদেশি সীমান্তে বিএসএফ ধরে নিয়ে গেছে। তবে তার বর্তমানে অবস্থান সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ওসি জানিয়েছে, বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে বদর উদ্দিনকে তুলে নেওয়া হয়। বদর উদ্দিন উপজেলার বেনিপুর গ্রামের আবদুল করিমের ছেলে।
স্থানীয় কৃষকরা জানান, লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বেনিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শরাফাত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) বলেন, “অসমর্থিত সূত্র থেকে জানা গেছে বিএসএফ একজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    