শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাওনা টাকার জেরে ব্যবসায়ী খুন, প্রধান আসামি গ্রেপ্তার  

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

চট্টগ্রাম মহানগরীর এনায়েতবাজার এলাকায় পাওনা টাকার বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষকে (২৬) হত্যার ঘটনায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযান চালিয়ে ১৬ ঘণ্টার মধ্যে তিন প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটে ১৪ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে। ওই রাতে আকাশ ঘোষকে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

জানা যায়, মোবাইল মেকানিক আকাশ ঘোষের সাথে তার পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। গত এক মাস আগে, মো. সানি নামক এক ব্যক্তি আকাশের দোকানে তার মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করতে নিয়ে আসে এবং মেরামতের জন্য ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করে। পরে সানি তার বাকি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় এবং আকাশ তাকে চাপ দিতে শুরু করে।

এ বিষয়ে ১৪ নভেম্বর রাতে আকাশ সানিকে তার বাকি টাকা আদায়ের জন্য চাপ দিলে সানি তাকে একটি গলিতে নিয়ে যায় এবং সানির সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে আকাশকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আহত আকাশ কিছুক্ষণ পর মারা যান।

ঘটনার পর র‌্যাব-৭ এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং রাতের মধ্যেই একটি অভিযান পরিচালনা করা হয়। চন্দনাইশ থানাধীন রৌশন হাট এলাকায় র‌্যাব-৭ একটি বিশেষ অভিযান চালিয়ে হত্যার মূলহোতা মোঃ সানি (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। সানির দেওয়া তথ্যে, র‌্যাবের আরেকটি দল কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সানি ও তার সহযোগী মোঃ ইউসুফ (৩৫) এবং শাকিল আলম ফয়সাল (২৬) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন