শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৮ এএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম
মেক্সিকোর কাছে হেরে গেল আর্জেন্টিনা।
expand
মেক্সিকোর কাছে হেরে গেল আর্জেন্টিনা।

কাতারে দোহায় চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ তিন কনকাকাফ দলের লড়াইয়ে একমাত্র মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করেছে।

দোহার অ্যাসপায়ার জোনে আর্জেন্টিনার বিপক্ষে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো। ম্যাচের শুরুতে ৯ মিনিটে তুরিয়ান আর্জেন্টিনাকে এগিয়ে নেন।

এরপর ৪৬ ও ৫৮ মিনিটে লুইস গাম্বোয়া জোড়া গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। শেষ দিকে ৮৭ মিনিটে ক্লোস্টারের গোল আর্জেন্টিনাকে সমতা এনে দেয়।

টাইব্রেকারে মেক্সিকোর গোলরক্ষক সান্তিয়াগো লোপেজ প্রথম শটেই আর্জেন্টিনাকে থামান। শেষ শটে নিজেই গোল করে দলকে শেষ ষোলোয় পৌঁছে দেন।

২০১৯ সালের পর এটি মেক্সিকোর দ্বিতীয়বারের মতো টাইব্রেকারে জয়। এছাড়া ২০১৩ সালের পর নকআউট পর্বে মেক্সিকান খেলোয়াড় হিসেবে জোড়া গোল করেন গাম্বোয়া।

অন্য দুটি ম্যাচেও টাইব্রেকারে জয়ী দল নির্ধারিত হয়। অ্যাসপায়ার জোনের পিচ-৪-এ কানাডা আয়ারল্যান্ডের কাছে ৯-৮ গোলে হেরে বিদায় নেয়। পিচ-৭-এ যুক্তরাষ্ট্র ও মরক্কোর লড়াই টাইব্রেকারে গড়ায়; শেষ মুহূর্তের গোলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ৪-৩ গোলে হারিয়ে দেয় মরক্কো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন