শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের বিশৃঙ্খলা থামাবে আইনশৃঙ্খলা বাহিনী. কোনও দল নয়: বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পলাতক হাসিনার মানবতাবিরোধী মামলায় রায়ের দিন যদি বিশৃঙ্খলা ঘটে, তা ঠেকানোর দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কোনও রাজনৈতিক দল এই দায়িত্ব পালন করবে না।

শুক্রবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজিত ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে। তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। আমাদের রাজনৈতিক বা সামাজিকভাবে এই কালচার থেকে বেরিয়ে আসা প্রয়োজন।”

তিনি আরও বলেন, রায়ের বিষয়ে মন্তব্য করার দায়িত্ব বিচার বিভাগের। রায় কোর্ট দেবে, আমরা শুধু নিরপেক্ষ বিচার চেয়েছি। আশা করি, বাংলাদেশে ইতিমধ্যেই একটি নিরপেক্ষ বিচার বিভাগ স্থাপন হয়েছে এবং তা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন একটি রাজনৈতিক ট্রানজিশনের দিকে এগুচ্ছি।

নির্বাচনের দিকে এবং গণতন্ত্রায়নের দিকে এগোনোর দিকে আমাদের মূল ফোকাস। কোনও ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করা উচিত নয়।

আমাদের লক্ষ্য দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করা, যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে অনেক সমস্যা সমাধান সম্ভব হবে।”

সামিটে অংশগ্রহণ করেছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন