শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইমামকে মোটরসাইকেল উপহার দিলেন প্রবাসীরা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
মসজিদের ইমামকে মোটরসাইকেল উপহার দিলেন এলাকার প্রবাসীরা
expand
মসজিদের ইমামকে মোটরসাইকেল উপহার দিলেন এলাকার প্রবাসীরা

গ্রামের প্রবাসীরা আবারও প্রমাণ করলেনতারা শুধু অর্থনৈতিকভাবেই নয়, গ্রামের সামাজিক ও ধর্মীয় অগ্রগতিতেও সমানভাবে নিবেদিত। তাদের সেই আন্তরিকতার অনন্য উদাহরণ হিসেবে স্থানীয় মসজিদের ইমাম জামাল হোসেনকে সম্মান জানিয়ে উপহারস্বরূপ একটি মোটরসাইকেল প্রদান করা হয়েছে।

জানা যায়, সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের ছোটমৌশা পুরাতন জামে মসজিদে দীর্ঘ ২০ বছর ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা এবং ধারাবাহিকতার সাথে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

গ্রামের যেকোনো সুখ-দুঃখে ইমাম জামাল হোসেনের উপস্থিতি যেন সবার মনে প্রশান্তি যোগায়। তার আচরণ, আদর্শ ও ধার্মিকতার কারণে তিনি গ্রামের মানুষের কাছে একজন নির্ভরতার জায়গা।

এই দীর্ঘ দুই দশকের সেবাকে মূল্যায়ন করেই গ্রামের প্রবাসী ভাইয়েরা নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে এই সম্মানসূচক উপহারটি দিয়েছেন। গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উপহারটি ইমামের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার মুহূর্তটি ছিল গভীর আবেগে ভরা।

গতকাল (১৪ নভেম্বর) শুক্রবার জুমার নামাজের পর উপহার হাতে পেয়ে চোখ ভিজে ওঠে ইমাম জামাল হোসেনের।

তিনি বলেন, আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমার নিজের একটি মোটরসাইকেল হবে। গ্রামের প্রবাসী ভাইদের ভালোবাসা আমাকে সত্যিই অভিভূত করেছে। তারা দূরে থেকেও গ্রামের মানুষের জন্য এভাবে ভাবেন এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জীবনে শান্তি, নিরাপত্তা ও মনের সব আশা পূর্ণ করেন।”

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম জানান, ইমাম জামাল হোসেনের মতো সৎ, নরম স্বভাবের ও দায়িত্বশীল একজন ইমাম পাওয়া গ্রামের জন্য সৌভাগ্যের। আর প্রবাসীদের এই উদ্যোগ গ্রামের সামাজিক বন্ধনকে আরও শক্ত করেছে।

প্রবাসীদের এ অনন্য উদ্যোগ শুধু একটি উপহার নয় এটি একজন নিবেদিতপ্রাণ আলেমের প্রতি পুরো গ্রামের ভালোবাসা, সম্মান এবং কৃতজ্ঞতার বহি:প্রকাশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন