

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ কোহিনুর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। পতিত সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিল। জনতার আন্দোলনে দেশ স্বৈরাচারমুক্ত হয়। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেই স্বৈরাচারীরা এখন নানাভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
তাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে লৌহজং কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়দৌড় এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
মন্তব্য করুন