

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর মহানগর জামায়াতের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর এবং ময়মনসিংহ–৪ (সদর) আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। সব দলের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর মানুষ পরিবর্তনের আশা দেখছে। জামায়াত মানুষের কল্যাণে কাজ করতে চায় বলেই সমর্থন বাড়ছে—এমন দাবি করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান এবং গৌরীপুর উপজেলা আমীর ও ময়মনসিংহ–৩ আসনের প্রার্থী মাওলানা বদরুজ্জামান।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে ব্রিজ মোড় হয়ে চরপাড়া মোড়ে শেষ হয়। মিছিলে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন