

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, ভালুকার মানুষ কোনো চাঁদাবাজি পছন্দ করে না। কাজেই এই এলাকায় কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। আমরা আগামী দিনে চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, দুর্নীতিবাজ, দখলবাজমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গড়তে দিন-রাত কাজ করছি। ভোটকেন্দ্রবিমুখ মানুষকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করছি।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে স্থানীয় বিএনপির আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
মোর্শেদ আলম বলেন, একটি মানবিক রাষ্ট্র গঠনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই। আপনারা ভোটকেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। কেউ আপনাদের কিছু বলতে পারবে না। বিগত সময়ে মানুষ কথা বলতে পারত না, স্বাধীনভাবে নিজের কাজ নিজে করতে পারত না। আমরা আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি। আপনারা নিজের কাজ নিজে করবেন। স্বাধীনভাবে কথা বলবেন, কেউ আপনাদের বাঁধা দিতে পারবে না।
তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি করবে, অন্যায়ভাবে মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে তাদের জায়গা ভালুকায় হবে না। আমি গত ১৭ বছর প্রতিটি আন্দোলন-সংগ্রামে আপনাদের সঙ্গে আমি ছিলাম। নির্যাতিত নেতাকর্মীদের দুঃখে-কষ্টে তাদের পাশে থেকেছি, এখনো আছি।
ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন রুহুল, নাইমুল করিম জান্নাত, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল ও উপজেলা শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগসহ আরও অনেকেই।
মন্তব্য করুন