শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে ড. ফারুকের সংবর্ধনায় জনসমুদ্র

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
ড. ফারুকের সংবর্ধনা
expand
ড. ফারুকের সংবর্ধনা

কিশোরগঞ্জের তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রূপ নিলো জনসমুদ্রে। দীর্ঘ প্রবাসজীবন, রাজনৈতিক রোষানল আর মিথ্যা যুদ্ধাপরাধ মামলার অধ্যায় পেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক তাড়াইলে ফিরে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা ও উচ্ছ্বাসমুখর সমাবেশ।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। প্রধান অতিথির বক্তব্য দিতে মঞ্চে উঠতেই করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

বক্তব্যে ড. ফারুক বলেন,জামায়েতসহ অন্যান্য দলের সঙ্গে আমাদের প্রতিযোগিতা থাকবে,কিন্তু প্রতিহিংসা নয়। মানুষের সেবা করতে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপি'র রাজনীতিতে এসেছি। আজীবন তাড়াইল-করিমগঞ্জবাসীর মঙ্গলেই কাজ করতে চাই।

আট বছরের প্রবাস জীবনের পর সদ্য পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরে নতুন উদ্যমে কাজে নামেন তিনি। বিএনপি সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে তাকে দলের মনোনীত প্রার্থী করেছে। এ উপলক্ষে ৫ নভেম্বর দেশে ফিরে তিনি সরাসরি নির্বাচনী এলাকায় জনসংযোগ ও মতবিনিময় শুরু করেন।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।

উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ছাইদুজ্জামান মোস্তফা,করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার,মিসবাহ উদ্দিন টুটুল,যুগ্ম সম্পাদক সামির হোসেন সাকীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় যোগদানের আগে ড. ফারুক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান খান সেলিমের কবর জিয়ারত করেন।তাড়াইলে তার এই প্রত্যাবর্তন শুধু সংবর্ধনা নয়—স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও প্রত্যাশার ইঙ্গিত বলেই মনে করছেন নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন