শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রদের যৌন হয়রানি, সেই অধ্যাপক কারাগারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
আদালত প্রাঙ্গণে ড. এরশাদ হালিম
expand
আদালত প্রাঙ্গণে ড. এরশাদ হালিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে আসামি এরশাদকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন, মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন আবেদন করলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে অধ্যাপককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর সাধারণ নিবন্ধন শাখা বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে শেওড়া পাড়ায় অধ্যাপকের বাসায় অভিযান চালিয়ে তাকে মিরপুর মডেল থানার পুলিশ হেফাজতে নেয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ছাত্রদের বাসায় নিয়ে ঢাবি রসায়ন বিভাগের এই অধ্যাপক যৌন হয়রানিসহ মারধর করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন