

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাম্বল এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্লুইসগেটের পানি ছাড়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এ নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূরের এবং জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। মঙ্গলবার রাতে বিএনপির কর্মীরা চাম্বল বাজারে বিক্ষোভ করলে সেখানে জামায়াতের সমর্থকেরাও জড়ো হন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপির মিজান নামে একজন আহত হন।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, স্লুইসগেট নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
মন্তব্য করুন
