

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের চালক ও হেলপারদের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন এক বয়স্ক যাত্রী।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুর পৌনে দুইটার দিকে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট থেকে নগরের মাদারবাড়ি রোডে চলাচলকারী “উত্তরা পরিবহণ” নামের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সময় বাসটি বারৈয়ারহাটমুখী ছিল। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, চালকের পাশে বসা এক বয়স্ক যাত্রীকে বাসচালকসহ আরও তিনজন মিলে বেধড়ক মারধর করছেন। চলন্ত বাসে চালক এক হাতে স্টিয়ারিং ধরে রেখে অন্য হাতে ওই যাত্রীকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় বাসের অন্য হেলপাররাও মারধরে অংশ নেয়। কয়েকজন যাত্রী প্রতিবাদ করলেও অধিকাংশ যাত্রী নীরব ভূমিকা পালন করেন।
বাসে থাকা এক যাত্রী জানান, চালক ও হেলপাররা ছিলেন অল্প বয়সী ও উৎশৃঙ্খল। তিনি কুমিরা থেকে বাসে ওঠার পর থেকেই যাত্রী নামানো নিয়ে চালক-হেলপারদের সঙ্গে কয়েকজন যাত্রীর তর্কবিতর্ক হতে দেখেন। বাসটি বাড়বকুণ্ড অতিক্রম করার পর এক বয়স্ক যাত্রী আগে নামতে চাইলে চালক বাস না থামিয়ে বলেন, “যেখানে-সেখানে নামানো যাবে না, এটা রেট ফিক্সড গাড়ি।
তর্ক-বিতর্কের একপর্যায়ে চলন্ত বাসেই ওই বয়স্ক যাত্রীকে চালক ও হেলপাররা মারধর করে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য বাসটি নিয়ন্ত্রণে থাকে। পরে উপজেলা পরিষদের সামনে ও সীতাকুণ্ড বাস স্টেশনে যাত্রীদের নামানো ছাড়াই বাসটি উত্তর বাজারে নিয়ে গিয়ে ওই বয়স্ক যাত্রীকে নামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানান। তারা দ্রুত অভিযুক্ত চালক ও হেলপারদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
