বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ছায়ায় আওয়ামী লীগ নেতার প্রভাব বিস্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
expand
বিএনপির ছায়ায় আওয়ামী লীগ নেতার প্রভাব বিস্তার

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলীর বিরুদ্ধে বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে পৌর বিএনপির এক শীর্ষ নেতার নাম ব্যবহার করে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মোস্তফা আলী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ভোট কারচুপি ও আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

সাবেক এমপি মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তোফাইল আহমদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মুজিবুল হকের ঘনিষ্ঠজন হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

এ সময় তিনি জলদস্যুতা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও প্রভাবশালী মহলের সহযোগিতায় দ্রুত সম্পদশালী হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

পৌরসভা ছাত্রদলের নেতা সফিকুল ইসলাম দাবি করেন, মোস্তফা আলী আওয়ামী লীগের সময়ে বিএনপি-জামায়াতের কর্মীদের ওপর দমন-পীড়ন চালানোর পাশাপাশি মাদক ও চাঁদাবাজির সঙ্গেও জড়িত ছিলেন।

তাঁর অভিযোগ, চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল হকের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বাঁশখালী থানার এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হলেও সাম্প্রতিক সময়ে মোস্তফা আলী বিএনপির কিছু নেতার সহায়তায় টাকার বিনিময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, এ বিষয়ে যদি কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন