রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
বিএনপির বিক্ষোভ মিছিল
expand
বিএনপির বিক্ষোভ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সংঘটিত সশস্ত্র হামলাকে নির্বাচন বানচালের সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এই হামলার প্রতিবাদে এবং জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশটি নগরীর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি নূর আহম্মদ সড়ক, লাভলেইন ও চেরাগী মোড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী বলেন, “দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে সুস্থ প্রতিযোগিতার বদলে ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।”

তিনি বলেন, শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচন কেবল ভোটের দিনেই সীমাবদ্ধ নয়; এর আগে সমান সুযোগ, নিরাপদ প্রচারণা ও নির্ভীক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, “এই হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে ছিল, আছে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবে।”

সভাপতির বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “স্বৈরাচার পতন হলেও দেশে প্রকৃত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে ভঙ্গুর। পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র এখনো চলমান।”

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার মধ্যেই মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর ওপর হামলা এবং তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদীর ওপর সশস্ত্র আক্রমণ—এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো স্পষ্টতই নির্বাচনকে বাধাগ্রস্ত করার সংগঠিত চক্রান্তের অংশ।

নাজিমুর রহমান আরও বলেন, “জনমনে আতঙ্ক সৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা বাড়ানো এবং নির্বাচনপ্রক্রিয়াকে ব্যাহত করাই এসব হামলার মূল উদ্দেশ্য। ওসমান হাদীর ওপর গুলি চালানো একটি উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিত হামলা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, মাহবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম ও মোহাম্মদ ইউসুফ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের নেতা শেখ নুরুল্লা বাহার ও জামাল, সাবেক যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X