

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, বিদেশি বিয়ার ও মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ থানার সোনারামপুর এলাকার উজান ভাটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, নরসিংদীর রায়পুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামনগর হাটি গ্রামের আতাউর রহমান লিটনের ছেলে ইসহাক হাসান (২৩) এবং একই জেলার শিবপুর উপজেলার চক্রধা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে সুমন মিয়া (৩৮)।
আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) কাজী ছানোয়ার হোসেন ও এসআই (নিরস্ত্র) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন একটি কালো রঙের প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। জব্দ করা পিস্তল ও মাদক পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
