শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে কলেজ ছাত্রীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
expand
অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে কলেজ ছাত্রীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে আজ কলেজটির ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চলা এই আন্দোলনের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

ছাত্রীদের অভিযোগ, কলেজের মূল ফটকের জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠায় তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং অপ্রত্যাশিত মানুষের আনাগোনায় নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তারা দ্রুত এসব স্থাপনা উচ্ছেদের দাবি জানায়। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে আশ্বস্ত করেন যে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে আগামীকাল দুপুরের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনওর এই আশ্বাসে অবশেষে আন্দোলন স্থগিত করা হলেও ছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছে—প্রতিশ্রুতি রক্ষা না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন