

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক পার্টি (এনসিপি)’র নেতা আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। আসাদ খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন বলেন, “কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।”
অব্যাহতির চিঠিতে বলা হয়, আসাদ খোকনের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি অভিযোগ উঠেছে, যা প্রাথমিক তদন্তে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে জেলা সমন্বয় কমিটির সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর মৌজার দুটি খাস পুকুর বহু বছর ধরে স্থানীয় মাদরাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা নিয়ে উন্নয়ন কাজে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ উঠেছে, এনসিপি নেতা আসাদ খোকন ওই দুটি খাস পুকুর অবৈধভাবে দখলের চেষ্টা করেন। উপজেলা ভূমি অফিস বিষয়টি জানতে পেরে পুকুর দুটি উন্মুক্ত ইজারার আওতায় আনে।
এ নিয়ে গত ১৪ অক্টোবর উপজেলা এসিল্যান্ড কার্যালয়ে ইজারায় অংশ নিতে আসা কয়েকজনের উপর হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। ওই ঘটনার পর আসাদ খোকনের বিরুদ্ধে থানায় ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আসাদ খোকন বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরনগরে চলমান চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পুকুর ইজারার ঘটনায় আমি উপস্থিতও ছিলাম না। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে কিছু মহল অপপ্রচার চালাচ্ছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
