

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়।
বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় ট্রেনটির একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর বগিটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন
