

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ায় নিজ বাড়ির সামনের ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তাকুকদার পাড়ায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত জহুরুল ইসলাম বগুড়ার কাহালু উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর আর ফিরে আসেননি। পরদিন ভোরে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর একাংশ জানান, পারিবারিক সম্পর্ক নিয়ে জহুরুলের পরিবারে কিছুদিন ধরে অস্থিরতা চলছিল। তবে তারা প্রকাশ্যে বিস্তারিত বলতে রাজি হননি।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দায়ীদের গ্রেফতার করা হবে।
পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মন্তব্য করুন