মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
হবিগঞ্জ-৪ আসন

বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের মুখলিছুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
মাওলানা মুখলিছুর রহমান ও সৈয়দ মোহাম্মদ ফয়সল
expand
মাওলানা মুখলিছুর রহমান ও সৈয়দ মোহাম্মদ ফয়সল

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় মাওলানা মুখলিছুর রহমান বলেন, আমরা সবাই এই প্রিয় দেশ ও এলাকার মানুষের কল্যাণ, ন্যায় ও নীতিনিষ্ঠ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। রাজনৈতিক মতভেদ থাকলেও আমাদের মূল উদ্দেশ্য একই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সেবা।

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন একটি সৌহার্দ্যপূর্ণ ও শ্রদ্ধাশীল পরিবেশে অনুষ্ঠিত হবে, যেখানে গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।

মাওলানা মুখলিছুর রহমান আরও বলেন, “আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে অবিচল রাখুন এবং জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন