শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক নির্মাণে বাধা তিন বসতবাড়ি, দুর্ভোগে ১২০০ শিক্ষার্থী

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
expand
সড়ক নির্মাণে বাধা তিন বসতবাড়ি, দুর্ভোগে ১২০০ শিক্ষার্থী

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় নির্মাণাধীন একটি সড়কের পাশে থাকা তিনটি বসতবাড়ি না সরানোয় দীর্ঘদিন ধরে সড়কটির কাজ আটকে আছে। এর ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন আশপাশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বসতবাড়িগুলো দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেন মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, তেলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার কাজ অসম্পূর্ণ পড়ে আছে। তিনটি বাড়ি না সরানোয় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।” তারা “রাস্তা চাই, ভোগান্তি নয়” শ্লোগান তুলে দ্রুত সমস্যার সমাধান দাবি করেন।

অভিভাবক ও শিক্ষকরা জানান, বিষয়টি বহুবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবিলম্বে বসতবাড়িগুলো সরিয়ে সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করা হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন