

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে প্রবাসী কর্মীদের আর্থিক অনুদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, বকেয়া বেতন ও বীমা সুবিধার চেক বিতরণ এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা।
এ সময় বক্তারা প্রবাসী কর্মীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত প্রবাসী পরিবারগুলো সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
