শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা মাদ্রাসার শিক্ষক, অতঃপর...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম
ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা মাদ্রাসার শিক্ষক
expand
ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা মাদ্রাসার শিক্ষক

বগুড়ার শাজাহানপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তার নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সোমবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেতগাড়ি এলাকার একটি বাগানে ওই শিক্ষক ও ছাত্রীকে একসঙ্গে দেখা যায়। পরে ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষক রোকনুদ্দিন খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ছাত্রীটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করে। অভিযুক্ত শিক্ষক রোকনুদ্দিন খানের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক রোকনুদ্দিন খান বলেন, সেদিন শিক্ষকদের কর্মবিরতির কারণে টিফিনের সময় ছাত্রীটি বাড়ি যাচ্ছিলেন।

তিনিও তখন শহরে যাচ্ছিলেন। পথে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে সহায়তা করতে যান। বেতগাড়ি এলাকায় অটোরিকশা থেকে নামার পর ছাত্রীটি বমি করেছিল। আমি তাকে নিয়ে কাছের চক্ষু হাসপাতালে নিয়ে যাই এবং কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে ওঠে, বলেন তিনি।

তবে, অসুস্থ ছাত্রীকে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে না নিয়ে চক্ষু হাসপাতালে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, ঘটনার বিষয়ে আমাকে আগে কিছু জানানো হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। আমি শিক্ষক রোকনুদ্দিন খানকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

তিনি আরও জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদটি বর্তমানে শূন্য থাকায় বিষয়টি শিক্ষা প্রশাসনের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন