শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসির চলন্ত বাসে আগুন

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসির চলন্ত বাসে আগুন
expand
ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসির চলন্ত বাসে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা এলাকায় বিআরটিসির একটি চলন্ত বাসে আগুন লেগেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটি ইচলাদি টোল প্লাজা এলাকায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। “আমি দ্রুত বাস থামাই। মুহূর্তের মধ্যেই আগুনের কুণ্ডলি উঠতে দেখি,” বলেন তিনি। সৌভাগ্যক্রমে সকল যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।

বাসটি (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন