বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে সিসি ক্যামেরা স্থাপন

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অগ্নিসংযোগের পর বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে সিসি ক্যামেরা স্থাপন
expand
অগ্নিসংযোগের পর বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে সিসি ক্যামেরা স্থাপন

বরগুনার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের পর অবশেষে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।

গত রাতে অগ্নিসংযোগের পর আজ (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্মৃতি স্তম্ভ এলাকায় একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এর আগে গত রাত দেড়টার দিকে বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা' এমন একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় স্মৃতি স্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দূর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান করে।ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়য়ন্ত্রনে আনে পুলিশ।

এরপর আজ বেলা ১২ টার দিকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই স্মৃতি স্তম্ভে এসে শেষ। এসময় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন মাহমুদ বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় আগেই সিসি ক্যামেরা লাগানো উচিত ছিলো।

পুলিশের টহলের মধ্যেও কিভাবে এখানে অগ্নিসংযোগ ঘটানো হলো তা আমার বোধগম্য নয়। তবে ঘটনার পর হলেও যে এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সেজন্য প্রশাসনকে ধন্যবাদ। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন নিরাপত্তা ব্যাবস্থা আরো জোড়দার করে।

বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. সুজন বলেন, এত নিরাপত্তা থাকা সত্বেও এমন নিরাপত্তা বেষ্টনির মধ্যে কিভাবে এ ঘটনা ঘটল তা আমার বোধগম্য না। এর আগে এই এলাকায় নানা ঘটনা ঘটেছে৷ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা জোরদার করার দাবি রইলো।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, আমরা আগেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছি। গত রাত দেড়টার দিকে কয়েকজন বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ ঘটায়। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের ধরা যায়নি, তারা স্থান ত্যাগ করে।

তিনি আরো বলেন, গণপূর্ত বিভাগ স্তম্ভের দায়িত্বে। আমরা আগেই তাদের সাথে কথা বলেছি জেলা প্রসাশক মহোদয় কথা বলেছে, কোথায় ক্যামেরা স্থাপন করা হয়ে তাও আগেই বলেছি দিয়েছি আমরা। কোনো কারণে তারা সিসি ক্যামেরা স্থাপন করতে পারেনি। পরে আজকে আমি তাদেরকে আবার বলেছি বলেছি, তারা সিসি ক্যামেরা স্থাপনের কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন