

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার আমতলীতে ১০ পিস ইয়াবাসহ তৌহিদুল ইসলাম নামের এক চা দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আমতলী একে স্কুল সংলগ্ন তার নিজস্ব চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার তৌহিদুল ইসলাম মুজিবুর রহমান হাওলাদারের ছেলে এবং আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তৌহিদুল ইসলামের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
