শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু বিপর্যয়ের কবল থেকে উপকূল রক্ষার দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম
expand
জলবায়ু বিপর্যয়ের কবল থেকে উপকূল রক্ষার দাবি

জলবায়ু বিপর্যয়ের কবল থেকে কৃষি, মৎস্য, পরিবেশ ও উপকূলের জেলেদের রক্ষাসহ জলবায়ু ঋণ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) 'ক্লাইমেট একশন ডে' উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর হয়ে পাথরঘাটা পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভায় মিলিত হন পাথরঘাটা উপকূলের পরিবেশকর্মী ও জলবায়ু যোদ্ধারা।

প্রতি বছর ২৪ অক্টোবর 'ক্লাইমেট একশন ডে' অর্থাৎ বিশ্বব্যাপী দিবস, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলার জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পালিত হয়। এই দিনে, মানুষ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে, জলবায়ু নীতিমালার পক্ষে এবং টেকসই ভবিষ্যত গড়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে একত্রিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, পাথরঘাটা নতুন বাজার ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সমাজকর্মী মেহেদী শিকদার, ইউপি সদস্য আইয়ুব আলী, সুমন মোল্লা, আরিফ তৌহিদ, শাকিল আহমেদ, স্বেচ্ছাসেবক সোহাগ আকন, সুলতানা মিতু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র পাথরঘাটা উপজেলা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই পরিবেশ রক্ষা, টেকসই অনুশীলন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করা।

তিনি আরও বলেন, উন্নত রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আমরা আমরা ঋণ চাই না আমরা ক্ষতিপূরণ চাই। আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নীতিমালার পক্ষে জনমত তৈরি করে এবং টেকসই জীবনযাত্রার উৎসাহিত করার জন্য বিভিন্ন কার্যক্রমে করে আসছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন