

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার পাথরঘাটায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশর (চরমোনাই) উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ জালাল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার কমিউনিটি সেল্টার এলাকার নির্বাচনী জনসভায় জামায়াতে যোগ দেন।
এছাড়াও স্থানীয় বিএনপির এক সমর্থক ছগির হাওলাদার আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেন। অনুষ্ঠান শেষে জামায়াতের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
বরগুনা- ২ আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহম্মেদের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদানের ঘোষণা দেন।
মোঃ জালাল হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও অঙ্গীকার করেছেন।
মন্তব্য করুন
