শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
expand
ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তির নাম মং নিউ তংচংগ্যা (২২)। তিনি মিয়ানমারের মংডু এলাকার কিউ না তচংগ্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু হেডম্যান পাড়ার একটি দোকান থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয় স্বীকার করেন। পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, আটক যুবক সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারে জড়িত ছিলেন। তিনি মিয়ানমারের নাগরিক—এমন প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির উপজাতীয় চেহারার কারণে তিনি সহজেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেন। তবে নিয়মিত নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে অভিযানে ধরা সম্ভব হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন