

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাট সরকারি পিসি কলেজে নবঘোষিত ছাত্রদল কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে কলেজ ছাত্রদলের সদ্য নির্বাচিত সভাপতি বেল্লাল শেখসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের পালকিঘর এলাকায় এই সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নবগঠিত কমিটি নিয়ে একাধিক পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল কয়েকদিন ধরেই।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।
এতে বেল্লাল শেখ সভাপতি ও রেদওয়ান কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা ও বিরোধের সৃষ্টি হয়।
রোববার দুপুরে নবনির্বাচিত নেতারা ক্যাম্পাসে অবস্থানকালে প্রতিপক্ষের একটি গ্রুপ অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে সভাপতি বেল্লাল শেখ ও আরও দুইজন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বেল্লাল শেখ বলেন, “শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে হঠাৎ কয়েকজন আমাদের ওপর চড়াও হয়। হামলার কারণ বুঝতে পারিনি।” তবে তিনি কারও নাম উল্লেখ করতে চাননি।
অন্যদিকে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সামির বলেন, “আমি অসুস্থ ছিলাম, ঘটনাস্থলে ছিলাম না। কে বা কারা হামলা করেছে, তা আমার জানা নেই।”
সাংগঠনিক সম্পাদক রেদওয়ান কাদের জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দলের ভেতরে আলাপ চলছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহামুদ-উল-হাসান বলেন, “এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নবঘোষিত কমিটির বিরোধিতা করে শরণখোলা ডিগ্রি কলেজে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রদলের একটি অংশ।
তাদের দাবি, কমিটিতে বহিরাগত ও ‘অন্য দল-সমর্থিত’ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় একাধিক নেতার মতে, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় ছাত্রদলের স্থানীয় ইউনিটে বিভক্তি দেখা দেয়। সেই অস্থিরতারই প্রতিফলন ঘটেছে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের মধ্য দিয়ে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
