

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) আইসিটি কক্ষে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান এ বিষয়ে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ছাড়াখালী গ্রামের মোহাম্মদ আলী শেখ তার এক আত্মীয়ের ভোটার তালিকা স্থানান্তরের কাজে ইউপি কার্যালয়ে যান। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে পরে আনতে বলা হলে তিনি ক্ষুব্ধ হয়ে চলে যান।
পরদিন বেলা সাড়ে ১১টার দিকে আলী আবার ইউপি কার্যালয়ে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন এবং কম্পিউটারসহ আইসিটি কক্ষের সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় তিনি উদ্যোক্তা তীলক মণ্ডল ও রুনু বিশ্বাসকে হুমকি দেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান বলেন, প্রতিদিন শত শত মানুষ ইউপি কার্যালয়ে সেবা নিতে আসে। কর্মচারীদের ওপর হামলা ও সরকারি সম্পদ নষ্টের ঘটনা মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    