রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকায় মাদ্রাসা ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) ওই ইমামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমামর নাম মাওলানা ইউসুফ আলী সিরাজী (৪০)। তিনি সিরাজগজ্ঞের চৌহালী উপজেলার আগ শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মাষ্টারের ছেলে।

কালামপুর এলাকার আলিফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন তিনি। তার একটি নিজেস্ব মাদ্রাসা রয়েছে বলে এলাকাবাসী জানায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাওলানা ইউসুফ আলী সিরাজী সুকৌশলে ওই ছাত্রীকে নিজের ঘুমানোর কক্ষে ঢেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ঘটনাটি কাউকে না বলতে ওই কিশোরীকে হুমকি দেয়। পরে মেয়েটি ইমামের ঘর থেকে বের হয়ে কাঁদতে থাকে। তার বড় ভাই কান্নার কারণ জানতে চাইলে সে সব বলে দেয়। পরে বিষয়টি পরিবারকে জানালে তারা থানায় একটি অভিযোগ দায়ের করে। এর পর পুলিশ অভিযান চালিয়ে ইমাম ইউসুফ আলী সিরাজীকে গ্রেপ্তার করেন।

পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. যোবায়ের বলেন, কিশোরী শিক্ষার্কে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন