রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত মানুষের কল্যাণে রাজনীতি করে: বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
সমাবেশের একাংশ, ইনসেটে নেতারা
expand
সমাবেশের একাংশ, ইনসেটে নেতারা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে।

চাঁপাইনবাবগঞ্জের মানুষ সুযোগ দিলে কৃষিনির্ভর এই জেলায় কৃষি ভিত্তিক ইপিজেড স্থাপনসহ মেডিকেল কলেজ হাসপাতাল, বিমানবন্দর এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২২ নভেম্বর) নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এমন একটি বাংলাদেশ গড়া প্রয়োজন, যেখানে নারী-পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত থাকবে। বেকারত্ব দূরীকরণে জামায়াতে ইসলামী সর্বোচ্চ গুরুত্ব দেবে।

যুবকদের যেন স্বপ্ন পূরণে অর্থের অভাবে থেমে যেতে না হয়—সেই পরিবেশ গড়ে তুলতে হবে। জেলার প্রতিটি অঞ্চলের অবকাঠামো ও সংযোগব্যবস্থা উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অতীতে পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় গিয়ে পিলখানা হত্যাকাণ্ডসহ নানা ঘটনার মাধ্যমে দেশকে এক নতজানু প্রশাসনের দিকে ঠেলে দিয়েছিলেন। তার সময়ে আলেম-ওলামা ও জনগণ নিপীড়নের শিকার হয়েছেন। আওয়ামী লীগের পতনের পর আবারও একটি নতুন দল দেশে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নূরুল ইসলাম বুলবুল শুধু চাঁপাইনবাবগঞ্জের নয়, তিনি ইসলামী আন্দোলনের বিশ্বমানের সম্পদ। ডাকসু–রাকসু–চাকসুর বিভিন্ন অর্জন তুলে ধরে তিনি বলেন, “যে সংগঠন তিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, তারা ক্ষমতায় গেলে দেশ থেকেও সন্ত্রাস–দুর্নীতি দূর করতে সক্ষম হবে।”

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বুলবুল। তিনি যুক্ত করেন, “জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি বা দুর্নীতির জায়গা নেই।”

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে, নানা অপপ্রচার ছড়ানো হলেও মানুষ দাঁড়িপাল্লায় আস্থা রেখেছে।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আগামীর ব্যালট যুদ্ধে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে এবং সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন