রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
expand
টঙ্গীতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

টঙ্গীতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে।

এ আয়োজনে ওরাল হাইজিন বা মুখগহ্বরের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এতে চিকিৎসা সেবায় ছিলেন পি.জি.টি-ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা.আমিনুল ইসলাম। সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের আবাসিক অফিসার ডা.জোবায়ের রহমান, সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের আবাসিক আফিসার ডা.সাজ্জাদ হোসেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ইসলামপুর সমাজকল্যাণ পরিষদের পরিচালক ফখরুল আলম সিফাত, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি ফুয়াদ হাসান, হেলাল উদ্দিন, প্রিন্সিপাল নাসির উদ্দিন প্রমুখ।

ফখরুল আলম সিফাত বলেন, ‘এটি মূলত একটি সচেতনতামূলক প্রোগ্রাম। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে ওরাল হাইজিন সম্পর্কে অবহিত করতে। অধিকাংশ মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না, আমরা তাই তাদের জন্য এই ধরনের আয়োজন করেছি।

আমরা এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং মৌলিক চিকিৎসা সেবা দিচ্ছি।’ এর আগেও আমরা ফ্রী মেডিকেল ক্যাম্প করেছি এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন