শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০২:১০ পিএম আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশে প্রায় ৩০ বছরে এত শক্তিশালী ভয়াবহ ভূমিকম্প আর অনুভূত হয়নি বলে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।

তাঁর মতে, নরসিংদীর মাধবদী এলাকায় এর উৎপত্তিস্থল ছিল।

তিনি আরও জানান, হিরোশিমা–নাগাসাকিতে নিক্ষিপ্ত একটি বোমার সমপরিমাণ শক্তি এই ভূমিকম্পে নিঃসৃত হয়েছে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত মাঠপর্যায়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল কম্পন অনুভব হয়। ভূমিকম্প শুরু হতেই আতঙ্কে ঘরবাড়ি ও ভবন থেকে মানুষ রাস্তায় বেরিয়ে আসে।

এ পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বংশালের কসাইতলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন বলে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার। মরদেহ তিনটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক ফাতেমার মৃত্যু হয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও হালকা ভূকম্পন টের পাওয়া গেছে। মহানগরীসহ আশপাশের এলাকায় দেয়ালে ঝোলানো সামান্য জিনিস নড়ে ওঠে ও ফ্যান দুলে ওঠার ঘটনা জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাসিন্দা কম্পনের সময়কার ভিডিও ও ছবি শেয়ার করেছেন, যেখানে মানুষকে দ্রুত বাইরে বেরিয়ে যেতে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন