সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন এনসিপির নেতা মোস্তাফিজুর রহমান 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
মোস্তাফিজুর রহমান
expand
মোস্তাফিজুর রহমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ভালুকা প্রেসক্লাবে এসে তিনি পদত্যাগ পত্রের কপি সাংবাদিকদের হাতে তুলে দিয়ে তার বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, তাকে না জানিয়েই এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

তিনি ব্যক্তিগত কারণে এবং শারীরিক অসুস্থতার জন্য স্বেচ্ছায় ও সজ্ঞানে সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করে জেলা কমিটির কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাষ্টার জানান, সদস্য সচিবের পদত্যাগের বিষয়ে তিনি জানেন না এবং কোন কপিও পাননি তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন