সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে নিরাপত্তা জোরদার, সর্বত্র পুলিশের তল্লাশি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:০০ পিএম
পুলিশের তল্লাশি চলছে
expand
পুলিশের তল্লাশি চলছে

ঢাকার বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অসংখ্য চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী দিনভর সতর্ক অবস্থানে ছিল।

রোববার (১৬ নভেম্বর) ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে ঘুরে দেখা যায় প্রতিটি প্রবেশমুখে পুলিশের তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহজনক মনে হলে পথচারী থেকে শুরু করে মোটরসাইকেল ও অন্যান্য গাড়ির চালক-যাত্রীদেরও থামিয়ে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবিও মাঠে নেমেছে। বাড়তি নজরদারির অংশ হিসেবে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে রোববার থেকেই বর্ডার গার্ড বাংলাদেশের টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের একটি আলোচিত মামলার রায় ঘোষণাকে সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় আরও শক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাবাহিনীকে পর্যাপ্ত সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আগামী সোমবার (১৭ নভেম্বর) জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অভিযোগ নিয়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় প্রকাশিত হবে। বাংলাদেশ টেলিভিশন এ রায় সরাসরি সম্প্রচার করবে। সম্ভাব্য উত্তেজনা বা সহিংসতা ঠেকাতে রাজধানী ও পাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন