রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
আল-আমীন (৩০)
expand
আল-আমীন (৩০)

বরগুনার আমতলীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল-আমীন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

তিনি কুকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেওয়াবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোন্তাজ হাওলাদারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার সাভারে পাকিজা গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন আল-আমীন। তিন-চার দিন আগে তিনি হঠাৎ জ্বরে আক্রান্ত হন।

চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ নিলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাভারের এনাম হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ভোররাত সাড়ে পাঁচটার দিকে আল-আমীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৫ ভাইবোনের বড় পরিবারের কনিষ্ঠ সন্তান ছিলেন আল-আমীন। মাত্র চার বছরের এক শিশুপুত্র রেখে চলে গেলেন তিনি। তার অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক, আর কেওয়াবুনিয়া গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে বিষাদের ছায়া।

মরহুমের বড় ভাই, শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল আল-আমীন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। ভোরে চিকিৎসকরা জানান, সে আর নেই। ভাবতেই পারিনি ডেঙ্গু এভাবে আমাদের ভাইকে কেড়ে নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন