

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিয়ের দিন তারিখ ঠিক বাজার সদায়ের প্রস্তুতি ডেকোরেশনসহ যাবতীয় কাযর্ক্রম সম্পূর্ণ। বিয়ের সানাই বেজে উঠার ঠিক আগ মূহুর্তে বেজে উঠলো বিরহের সানাই। সমস্ত বিয়ের আযোজন যেন মুখ থুবড়ে পড়লো। দিশেহারা হয়ে পড়লো পরিবারের সকল সদস্য।
হঠাৎ করেই মধ্যে রাতে পুলিশ এসে মেয়ের বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সব আয়োজনে যেন ভাটা পড়লো। এলাকাবাসীর দাবী কোন ধরনের মামলা মোকদ্দমা না থাকলেও সম্পূর্ণ অন্যায়ভাবে কৃষক খলিলকে গ্রেফতার করা হয়। এমন বেদনাময় ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে ঘটেছে।
জানা গেছে. গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনাকারী হিসাবে চারজন ব্যক্তিকে গ্রেফতার করেন। পুলিশের দাবী আটকৃতরা আ’লীগের রাজনীতির সাথে জড়িত এবং ১৩ নভেম্বর নাশকতার পরিকল্পনাকারী। আটকৃতদের মধ্যে খলিলুর রহমান নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে(১৪ নভেম্বর) শুক্রবার।
স্থানীয়রা জানান, এক ছেলে দুই মেয়ের জনক খলিল। ছেলে বিদেশে থাকে বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ের বিয়ের জন্য ব্যাপক আয়োজন করেছেন তিনি। প্রায় তিনশতাধিক দাওয়াতি লোকের খাওয়ার আয়োজন ও মেয়ে বিদায়ের টেনশনে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তাকে মঙ্গলবার রাতে অজ্ঞাত কারণে পুলিশ আটক করে। পরে পুলিশ জানায় খলিল বিস্ফোরণ আইনের মামলায় গ্রেফতার হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে বিয়ের আয়োজনে যেন শোকের ছায়া পড়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ভরনিয়া এলাকায় খলিলের বাড়ীতে গেলে দেখা যায়। স্থানীয় ও আত্মীয় স্বজনদের সহায়তায় ডেকোরেটর সাজানোর কাজ চলছে। তবে বিয়ের আয়োজনের কাযর্ক্রম চললেও সবার মন যেন হতাশায় ভুগছে। অভিভাবকহীন বিয়ের আয়োজনে যেন কনেরও ব্যাপক মন খারাপ।
সেখানে কথা হয় খলিলের স্ত্রী নাজমার সাথে তিনি বলেন,তার স্বামী কোন ধরনের রাজনীতি করতেন না। তিনি কৃষক শ্রেণীর মানুষ। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে সব জেনেও স্থানীয় কয়েকজন বদমাইস লোক তার স্বামীকে পুলিশ দিয়ে ধরিয়ে মেয়ের বিয়ের আয়োজন পন্ড করতেই এমন কাজ করেছে। তিনি বলেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ তাকে দ্রুত জামিন দেওয়া হোক।
প্রতিবেশী বেলাল বলেন, খলিল কোন রাজনীতিতে সেভাবে জড়িত ছিলেন না। তাকে সম্পূর্ণ উদ্যোশো প্রণিতভাবে গ্রেফতার করা হয়েছে। মেয়ের বিয়ের আগে বাবাকে গ্রেফতার করে নিয়ে পুলিশ ব্যাপক অমানিবক আচরণ করেছেন বলে তিনি দাবী করেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই খলিলকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন