বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উদ্‌যাপন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উদ্‌যাপন
expand
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উদ্‌যাপন

বাংলা কথাসাহিত্যের নন্দিত লেখক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপন করেছে নেত্রকোণার হিমুপ্রেমীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’-র উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে হিমুপ্রেমীরা গান ও নাচের ছন্দে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শোভাযাত্রাটি শেষ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ।

পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে কেক কেটে হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্‌যাপন করা হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা হুমায়ূন আহমেদকে বাংলা সাহিত্যের ‘গল্পের জাদুকর’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি তাঁর লেখনিতে সাধারণ মানুষের জীবন, অনুভূতি ও স্বপ্নকে যে সহজ ভাষায় তুলে ধরেছেন, তা বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দিনব্যাপী আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় শিল্পীরা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটকের সংলাপ, গান ও কবিতা পরিবেশন করেন।

আয়োজকেরা জানান, প্রিয় লেখকের জন্মদিনকে ঘিরে প্রতিবছরই তারা হিমুর রঙে রঙিন হয়ে ওঠেন এই আয়োজনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোই তাদের মূল উদ্দেশ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন