মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এমপি আমিনুনের মনোনয়ন বাতিলের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
expand
এমপি আমিনুনের মনোনয়ন বাতিলের দাবি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আমিনুল ইসলামের প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নাচোল ডাকবাংলো প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে এই দাবি জানানো হয়। এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি নেতারা বলেন , ২০১৮ সালের নির্বাচনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে বৈধতা দিতে আমিনুল ইসলাম দলের সিধান্ত অমান্য করে সংসদে যায়। তারপরেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার আসনের তৃণমূল কোন নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখেননি। এমনকি তিনি এলাকায় কয়বার এসেছেন তাও প্রশ্নবিদ্ধ। এছাড়া ২০২০ সালে করোনার সময় তিনি এলাকার মানুষের কোন খোঁজ-খবর নেননি। তাই প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী আমিনুল ইসলামকে বাদ দিয়ে মনোনয়নবঞ্চিত যেকোন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্রনেতা ও রুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, মনোনয়ন বঞ্চিত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, বিএনপি নেতা সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন