মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে সমবায় সমিতি গ্রাহকের টাকা উদ্ধার বিক্ষোভ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
গ্রাহকের টাকা উদ্ধার বিক্ষোভ
expand
গ্রাহকের টাকা উদ্ধার বিক্ষোভ

জামালপুরের মাদারগঞ্জে গ্রাহকদের টাকা উদ্ধারের দাবিতে উদ্ধার সহায়ক কমিটি মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে। দুপুর ১১টা থেকে উপজেলার সকল সরকারি অফিস বন্ধ করে বাইরে সাধারণ কর্মচারী ও কর্মকর্তা বের করে দেওয়া হয়।

প্রতিবাদ সূত্রে জানা গেছে, গত দুই বছরে প্রায় ৩০টি সমিতির ৩২ হাজার গ্রাহক তাদের আমানত ফেরত পাচ্ছে না। অনেক গ্রাহক হতাশা ও আর্থিক কষ্টে পরিবার নিয়ে দিনযাপন করছে।

হাজারো গ্রাহক মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে। বিকেলে টাকা উদ্ধার সহায়ক কমিটির সদস্য আব্দুর রহিম সোনা মোল্লা ও মাহবুব আলম রতন বক্তব্য রাখেন।

কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, টাকা না পেয়ে প্যারালাইজড ও ক্যান্সারসহ মৃত্যুর ঝুঁকিতে আরো অর্ধশত গ্রাহক রয়েছেন; প্রায় ৫ হাজার মানুষ মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন। তিনি ইউএনও অফিস অনির্দিষ্টকালের জন্য অবরোধের হুমকি দিয়েছেন এবং দাবি করেন, সরকার ও প্রশাসন তাদের দাবি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিক।

কমিটির ঘোষণা অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই কর্মসূচী চালানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন