মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
ছবি: প্রতীকী
expand
ছবি: প্রতীকী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের ১০ আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার তারাব পৌরসভার তারাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা নবী ও শ্রাবণের মাঝে এলাকায় মাদক, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এসবের আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার ভোরে উভয় পক্ষের লোকজন পিস্তল, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের লোকজন গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তাদের পরিচয় জানা যায়নি। এ দুই গ্রুপ এলাকায় মাদক, কিশোরগ্যাং তৈরি করে এলাকা উত্তপ্ত করে রাখে সবসময়। এদের হাত থেকে এলাকার নিরিহ মানুষ নিস্তার চায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে যাই। তাত্ক্ষণিক কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ দুই গ্রুপের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন