

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ভেড়ামারা-মিরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে কুষ্টিয়া বাইপাস মোড় থেকে লালন শাহ সেতু পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "অধ্যাপক শহিদুল ইসলাম দলের একজন ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতা। তিনি গত ১৭ বছর ধরে দলের সংকটে-সময়ে সক্রিয় ভূমিকা রেখে সংগঠনকে শক্ত করেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, “দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি ঢাকায় থাকেন, এলাকার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তাই ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে তৃণমূলের প্রার্থী শহিদুল ইসলামের বিকল্প নেই।”
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আবদুর রশিদ, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
মন্তব্য করুন