

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে একটি গ্রহণযোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রশ্নে সবার ঐকমত্যে পৌঁছাতে হবে। আমরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চাই। খুলনা-৪ আসনসহ সারাদেশের জনগণ একটি সুষ্ঠু, সহিংসতামুক্ত নির্বাচন প্রত্যাশা করে। আইনশৃঙ্খলা শুধু নির্বাচনের সময় নয়, সর্বদা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব।
শিল্প ও প্রযুক্তির যান্ত্রিক যুগে যখন গ্রামাঞ্চল হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য,তখন খুলনা-৪ আসনের এই বিএনপি প্রার্থী গ্রহণ করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ“একটি বাড়ি, একটি গাছ সবুজায়নের অঙ্গীকার।সোমবার সকাল ১১টায় নিজ বাসভবনের সামনে ফলজ গাছের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হেলাল বলেন,আমরা এই নির্বাচনী এলাকায় শুধুই ভোট চাইতে যাব না,প্রতিটি পরিবারকে একটি করে ফলজ বৃক্ষ উপহার দেবো। পরিবারের শিশুদের বলবো—তোমরা এই গাছটির যত্ন নিও,বড় করো। গাছটি বড় হলে এর ফল সেই পরিবারের পুষ্টির যোগান দেবে, অতিরিক্ত ফল বিক্রি করে পরিবার কিছুটা সচ্ছলতাও অর্জন করতে পারবে।তিনি জানান,আপাতত ৫০ হাজার ফলজ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে দুই লাখ চারা লাগানোর পরিকল্পনা রয়েছে।এর মাধ্যমে খুলনা-৪ আসনের প্রতিটি পরিবারকে সবুজ আন্দোলনের অংশীদার করা হবে।
আজিজুল বারী হেলাল বলেন,“জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষরোপণ একান্ত জরুরি। এই কর্মসূচি আমাদের শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি হবে পরিবেশবান্ধব রাজনৈতিক প্রচারণার এক মডেল।”
তিনি জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “একটু চেষ্টা, একটু উদ্যোগ, এনে দেবে সচ্ছলতা” কর্মসূচি থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।তারেক রহমান সারা দেশে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ছয় লাখ নিমগাছ রোপণ করেছিলেন।আমরা সেই ধারা ধরে রাখতে চাই। রাজনীতি মানে শুধু বক্তব্য নয়,কাজের মধ্য দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আনতে হবে।
উদ্বোধনের পর আজিজুল বারী হেলাল ও বিএনপির নেতাকর্মীরা আইজগাতি এলাকায় বিভিন্ন পরিবারের আঙিনায় ফলজ বৃক্ষ রোপণ করেন।আজকের মধ্যে আইজগাতি ইউনিয়নের অন্তত তিন ভাগের দুই ভাগ এলাকায় বৃক্ষরোপণ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এই কর্মসূচি চলবে নির্বাচন পর্যন্ত।
রাজনৈতিক মতভেদ প্রসঙ্গে তিনি বলেন,রাজনীতিতে মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু উন্নয়ন ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচন মানে শুধু প্রতিযোগিতা নয়—এটা জনগণের সেবা ও দায়িত্ববোধের পরীক্ষা।”
তিনি আরো বলেন“আমাদের লক্ষ্য খুলনার ছয়টি আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া। এজন্য ঐক্য অপরিহার্য, আর সেই ঐক্য এখনো অটুট আছে, ভবিষ্যতেও থাকবে।”
আজিজুল বারী হেলাল বলেন,আমরা চাই, খুলনা-৪ থেকে এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়ুক। প্রতিটি নির্বাচনী এলাকায় যদি একটি বাড়ি, একটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়—তাহলে অন্তত এক কোটি গাছ লাগানো সম্ভব। এতে শুধু প্রকৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশিদ, নাজমুস সাকিব পিন্টু, আব্দুস সালাম, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, আবুল কাশেম, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, শেখ আবু সাঈদ, সরদার ফরিদ আহম্মেদ, রয়েল, নয়ন মোড়ল, জাহিদ, মোশারেফ শিকদার, মাহমুদ হাসানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন