

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনায় সেই বিএনপি নেতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্কুল শেষে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খ. ম. তৌহিদুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদারের সঙ্গে অসদাচরন ও অন্যান্য শিক্ষকদের অপমান করেন।
প্রতিবাদ সমাবেশে প্রাক্তন শিক্ষার্থী মিন্টু আহমেদ,খায়রুল ইসলাম,রাশিদুল ইসলাম বক্তব্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করে বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রতি এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এসময় তারা শিক্ষক লাঞ্ছিত হবার ঘটনায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এজন্য এই বিএনপির নেতার বিচার দাবি করেন।
উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদার বলেন, আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে এই বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় আমাকে যেভাবে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে, তা শুধু একজন শিক্ষক নয়, পুরো শিক্ষক সমাজের মর্যাদাকে অপমান করেছে। শিক্ষক সমাজের প্রতি এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। আমরা চাই বিদ্যালয়ের পরিবেশ যেন শান্তিপূর্ণ ও শিক্ষার উপযোগী থাকে, যাতে শিক্ষার্থীরা ভয়মুক্তভাবে পড়াশোনা করতে পারে।
মন্তব্য করুন