শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে হিউম্যান এইডের মানবিক স্পর্শে আনন্দে ভরলো ১৫ প্রতিবন্ধী পরিবার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম
রায়পুরে হিউম্যান এইডের মানবিক স্পর্শে আনন্দে ভরলো ১৫ প্রতিবন্ধী পরিবার
expand
রায়পুরে হিউম্যান এইডের মানবিক স্পর্শে আনন্দে ভরলো ১৫ প্রতিবন্ধী পরিবার

শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিউম্যান এইড অর্গানাইজেশন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রায়পুর উপজেলার নতুনবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান কাউসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাবা ফয়জুন্নেছা পানা, এড. আব্দুল আওয়াল রাসেল, হিউম্যান এইড অর্গানাইজেশনের সভাপতি জনাব আরিফ হোসেন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আবু নোমান সালেহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়, বরং সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। হিউম্যান এইড অর্গানাইজেশনের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের সকল শ্রেণির মানুষকে এমন কাজে এগিয়ে আসা উচিত।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা মাওলানা আবু নোমান সালেহী বলেন, আমরা চাই সমাজের কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের ভাই-বোন, তাদের পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরণের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

শেষে অতিথিদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয় ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন