

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি, নিয়োগ বানিজ্য ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জনতার ব্যানারে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম গোলাম কবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন,নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাপ্পি, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,সিভিল সার্জন কার্যালয়ে বিতর্কিত নিয়োগ পরীক্ষা স্থায়ী বাতিল ঘোষণা করে,দ্রুততম সময়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় পরীক্ষা আয়োজন করতে হবে। সে সাথে সুষ্ঠু তদন্ত মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা মব সৃষ্টি করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
এসময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন