শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় কোটি টাকার রাস্তা চার মাসেই ধস

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডির অর্থায়নে চার মাস আগে পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি নতুনভাবে নির্মাণ করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে নতুন সড়কটি ভেঙে পড়েছে। কোথাও বড় গর্ত দেখা দিয়েছে, কোথাও ধ্বসে পড়েছে রাস্তার পাশে অংশ। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার ব্যয়ে ৯ শত মিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর নতুন সড়ক দেখে এলাকাবাসী আনন্দিত হলেও, চার মাসের মধ্যেই রাস্তার এমন অবস্থা স্থানীয়দের হতাশ করেছে। প্রতিদিন শত শত মানুষ এবং যানবাহন এই সড়ক দিয়ে বাজার ও কর্মস্থলে যাতায়াত করেন। রাস্তার গর্তে পড়ে রিকশা, ভ্যান ও মোটরসাইকেলের চাকা ও সাসপেনশন ভেঙে যাচ্ছে।

বেতবাড়ি গ্রামের সানফ্লাওয়ার স্কুলের অফিস সহকারী আব্দুল আলিম বলেন, “নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবে সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। নতুন রাস্তা দেখে আমরা খুশি হয়েছিলাম, কিন্তু কয়েক মাসের মধ্যেই চলাচল দুর্ভোগে পরিণত হয়েছে।”

সাতবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ ও মামুন অভিযোগ করেন, “রাস্তা নির্মাণের সময় পাশে মাটি কেটে ফেলা হয়েছিল, তখন থেকেই গর্ত শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে তড়িঘড়ি করে পিচ ঢালাই করা হয়েছে। আমাদের বাঁধার পরও এলজিইডি অফিস থেকে কোনো পদক্ষেপ হয়নি।”

ঠিকাদারি প্রতিষ্ঠান এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বিশ্বজিৎ জানিয়েছেন, “নিয়ম মেনে রাস্তা নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে কিছু জায়গায় ক্ষতি হয়েছে।” তবে তিনি প্রতিবেদককে পরামর্শ দেন, এলজিইডি অফিসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ না করে প্রতিবেদন প্রকাশ না করার জন্য।

উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ বলেন, “এ বছর প্রবল বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাত্র চার মাসের মধ্যে নতুন নির্মিত সড়ক ভেঙে পড়ার ঘটনা উন্নয়নের মান ও স্বচ্ছতার প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ নেবে এই দুর্ভোগ লাঘবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন