শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অনাস্থা আনায় কর্মচারীদের বিরুদ্ধে জিডি করলেন ডিডি

লালমনিরহাট প্রতিনিধিৎ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম
অনাস্থা আনায় কর্মচারীদের বিরুদ্ধে জিডি করলেন ডিডি
expand
অনাস্থা আনায় কর্মচারীদের বিরুদ্ধে জিডি করলেন ডিডি

নারী কর্মচারীদের কু-প্রস্তাবসহ শিষ্ঠাচার বহির্ভুত আচরনে অতিষ্ঠ কর্মচারীরা অনাস্থা জ্ঞাপনে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি(জিডি) করেন লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপ পরিচালক(ডিডি) মোঃ শাহজালাল।

বুধবার(২৯ অক্টোবর) লালমনিরহাট সদর থানায় ১৭৬৮ নং জিডিটি দাখিল করেন ডিডি শাহজালাল।

জিডি ও কর্মচারীদের লিখিত অনাস্থায় জানা গেছে, লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক হিসেবে গত ২০২৪ সালের ৮ এপ্রিল যোগদান করেন মোঃ শাহজালাল। যোগদানের পর থেকে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত অফিস পরিচালনা করে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানী ও হেনস্থা শুরু করেন। জিপিএফ, উচ্চতর স্কেল, পিআরএল এবং পেনশনে ফাইল অনুমোদনেও উৎকোচের জন্য হয়রানী করেন। চাহিদামত উৎকোচ পেলে ফাইল অনুমোদন করেন নয়তো নানান অজুহাতে হয়রানী করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং মাঠ পরিদর্শনে ইচ্ছাকৃত ভাবে সন্ধ্যাকালিন সময় পর্যন্ত অতিবাহিত করে সুন্দরী নারী কর্মচারীদের উত্তাক্তসহ কু প্রস্তাব দেন ডিডি শাহজালাল। একই সাথে তার ব্যাক্তিগত ফেসবুক পেজে নারী কর্মচারীদের ছবি আপলোড দিয়ে তাদের সংসারে অশান্তি সৃষ্টি করেন।

এ ছাড়াও, অফিসের সভায় তার স্ত্রীসহ আত্নীয় স্বজনদের সাথে রাখেন এবং তাদের সামনে কর্মচারীদের সাথে আন অফিসিয়াল ও শিষ্ঠাচার বহির্ভুত অশোভন আচরন করেন ডিডি। শুধু তাই নয়, নিজের লেখা বিভিন্ন বই কর্মকর্তা কর্মচারীদের ক্রয় করতে বাধ্য করেন। তার কথার বিরোধিতা করলে বদলিসহ শোকজের হুমকী দেন ডিডি শাহজালাল।

উপ পরিচালক শাহজালালের এমন আচরনে অতিষ্ঠ হয়ে গোটা জেলার কর্মকর্তা কর্মচারীরা প্রথমে কয়েক দফায় মৌখিক এবং পরে গত ২৬ অক্টোবর পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে ৭টি অনিয়ম তুলে ধরে ১৮৭ জন কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে ডিডি শাহজালালকে নিজ অফিসে ডেকে নিয়ে তিরস্কার করেন পরিবার পরিকল্পনার রংপুর বিভাগের পরিচালক। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার গোটা জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি(জিডি) করেন ডিডি শাহজালাল। যা নিয়ে গোটা জেলায় সমালোচনার ঝড় উঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাতীবান্ধা উপজেলার এক নারী কর্মচারী বলেন, ডিডি স্যার পরিদর্শনে এলে ইচ্ছাকৃত ভাবে সন্ধ্যা করেন এবং উত্ত্যাক্তসহ বিভিন্ন অঙ্গভগ্নি করে কু-প্রস্তাব দেন। তার লোলুপ দৃষ্টিতে তার সামনে যেতে ভয় করে। অল্প বয়সী সুন্দরী কর্মচারীদের ক্ষেত্রে তিনি এমনটাই করেন। প্রতিবাদ করলে বদলিসহ শোকজের হুমকী দেন। পুর্বের স্টেশনগুলোতেও এমন আচরন করায় তাকে শাস্তি বদলি হিসেবে লালমনিরহাটে পাঠিয়েছে।

লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ শাহজালাল বলেন, পরিদর্শনে গিয়ে কতিপয় কর্মচারীর অনিয়ম পেয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখতে প্রস্তুতি নেয়ায় তারা ক্ষেপে গিয়ে আমার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন। তারা মব সৃষ্টি করে গাড়ি ভাংচুরসহ আমাকে হেনস্থা করার পরিকল্পনা করছে জন্য নিরাপত্তা চেয়ে জিডি করেছি।

লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার এএসআই নুরীমা বলেন, ডিডি শাহজালালের লিখিত অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন